পঞ্চগড় প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পঞ্চগড় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। শনিবার দুপুরে পঞ্চগড় শহরে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয়ের প্রধান ফটক থেকে সড়কে উঠতেই মিছিলে বাঁধা দেয় পুলিশ। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে সড়ক ছেড়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানেই যুবদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনেই পথ সভা করে। এসময় বক্তব্য রাখেন জেলা যুব দলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু ও সাবেক ছাত্র নেতা হারুন অর রশিদ। অন্যদের মধ্যে জেলা যুব দলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল ও যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান রাজুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে তারা অবিলম্বে বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।