সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের সন্তান আহমেদ আকাশ। তিনি উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামের হাজী মোঃ জয়নাল আব্দীন শিকদারের ছেলে। ১৫ ই ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক এক বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি মোরশেদ আলম বাদল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল হক স্বাক্ষরিত কুয়েত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে আহমেদ আকাশকে কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আব্দুর রউফ মাওলা, সভাপতি মোরশেদ আলম বাদল, সাধারন সম্পাদক মোহাম্মদ জাহিদুল হক, দপ্তর সম্পাদক মোঃ তাজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহাদ আম্বিয়া খোকনসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।