স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধনুট উপজেলায় চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামে দাম্পত্য কলহের জের ধরে নিজ স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে, এই ঘটনায় ঘাতক স্বামী কে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম শেফালী খাতুন (৪৫) ও ঘাতক স্বামীর নাম এরশাদ আলী (৫৭)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় যে, বেশ কিছুদিন হল এরশাদ আলী ও শেফালী দম্পতির মধ্যে পারিবারিক ও দাম্পত্য কলহ বিরাজমান ছিল।
এই সূত্র ধরে শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উক্ত দম্পতির শোবার ঘর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় বাড়ির অন্যান্য লোকজন ও প্রতিবেশীর। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘুম থেকে উঠে এরশাদ আলীর শোবার ঘরের দিকে অগ্রসর হতেই এরশাদ আলী কৌশলে সেখান থেকে পালিয়ে যায়, বাড়ির লোকজন ও প্রতিবেশীরা উত্তর ঘরে প্রবেশ করে এরশাদ আলীর স্ত্রী শেফালী খাতুন এর জবাই করা লাশ দেখতে পায়। এলাকাবাসী পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহত শেফালী খাতুন এর ছেলে মোহাম্মদ সেলিম জানাই, আমার মা বাবার মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ বিরাজমান ছিল এর জের ধরে আমার বাবা আমার মাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।
ধনুট থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) কৃপা সিন্ধু বালার সাথে কথা বললে তিনি জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।