সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে অটো চার্জার চুরি হওয়া চক্রের নারীসহ তিন সদস্য গ্রেপ্তার অটোচার্জার উদ্ধার
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :
- আপডেট সময় : ০৮:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
- বগুড়ার আদমদীঘিতে অভিনব কায়দায় চুরি হওয়া ব্যাটারী চালিত অটোচার্জার (টমটম) উদ্ধারসহ ছিনতাইকারি চক্রের এক নারীসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ সদরের এনায়েতপুর ইকড়কুড়ি গ্রামের মামুন সরদারের ছেলে সালমান সরদার (২৮) তার স্ত্রী রিতা খাতুন (৩০) মোস্তাফিজুর রহমান মৃধা তারা আদমদীঘি একটি বাসায় ভাড়া থাকতো) ও আদমদীঘি উপজেলা পুশিন্দা মৃধাপাড়ার সাজেদুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মৃদুল (১৯)। গত রোববার (৩ নভেম্বর) রাত ১০টায় বগুড়া সদরের তিনমাথা তিব্বতের মোড় এলাকার জনৈক এনামুল ইসলামের বাসার সামনে থেকে ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধারসহ উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করা হয়। মামলা সুত্রে জানাযায়, নওগাঁ সদরের চাকলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আলামিন দেওয়ার গত ২৮ অক্টোবর বেলা ১ টায় বাড়ি থেকে তার ব্যবহৃত ব্যাটারী চালিত অটোচার্জারে যাত্রী নিয়ে আদমদীঘি সদরে আসেন। এরপর তার আগের পরিচিত রিতা খাতুন নামের ওই নারীর সাথে দেখা হলে আলামিনকে তার অটোচার্জার নিয়ে রিতা খাতুনের ভাড়া বাসা আদমদীঘির শিয়ালশন গ্রামস্থ অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জনৈক আবুল কালাম আজাদের বাসায় নিয়ে যায়। এরপর গ্রেপ্তারকৃত রিতা খাতুন তার স্বামী সালমান সরদার ও মোস্তাফিজুর রহমান মৃদুল বাদি আলামিনকে তার অটোচার্জারসহ আদমদীঘি সদরের রিয়নের গলিতে নিয়ে যায়। সেখানে আসামীরা অভিনব কায়দায় বাদি আলামিনকে হ্যান্ডকাপ লাগানোর ভয় দেখায়। এভাবে সময় ক্ষেপন করার এক পর্যায়ে সালমান সরদার ও তার স্ত্রী রিতা খাতুন ওই অটোচার্জার নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় আলামিন দেওয়ান বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করলে আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে গত রোববার রাতে বগুড়ার তিনমাথা তিব্বতের মোড় এলঅকা থেকে ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধারসহ উল্লেখিত আসামীদের গ্রেপ্তর করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।