ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান ইউনিয়ন পরিষদের রায় ছাড়াই রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে কুরআন ছবক অনুষ্ঠিত ধুনটে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু জেইউবি প্রীতি ক্রিকেট ম্যাচের জার্সি ও ক্যাপ উন্মোচন  পোরশায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করায় ৩ প্রতারক গ্রেপ্তার বিজয়ের মাসে নীরবে কাঁদছে বিজয়ের জীবন্ত স্মারক তালগাছ গুলো নওগাঁয় বিজিবি’র অভিযানে ২৩০ বোতল ফায়ারডিল ও মাদকদ্রব্যসহ চার জন আটক নওগাঁ মান্দা উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান

শেরপুরে তিন অটো রিক্সা চোর গ্রেফতার ও অটোরিক্সা উদ্ধার।

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৯:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে

Oplus_131074

বগুড়া শেরপুর উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের শাজাহান আলীর ছেলে আব্দুস সালাম বাদী হয়ে শেরপুর থানায় এজাহার দিয়ে জানান যে, তিনি পেশায় একজন ব্যাটারী চালিত অটো রিক্সা চালক।

অটো রিক্সা চালাইয়া জীবন জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় গত ১০ অক্টোবর সকালে আনুমানিক ৮টার সময় তিনি তাহার একটি পুরাতন ও ব্যবহৃত ০৩ চাকা বিশিষ্ট লাল রংয়ের ডয়েডো ইয়েন্ডি নিউ মডেল মিশু গাড়ী (অটো রিক্সা), যাহার চেসিস নং-YDKD220420936, যাহাতে ০৪ টি ১৭৫ তম গ্যাস্টন ব্যাটারী সংযুক্ত আছে। ব্যাটারী নং (১) ৭৮৫৬৭৭, (২) ৭৮৫৬৭৮, (৩) ৭৮৫৬৯১, (৪) ৭৮৫৭০১, অটো রিক্সার মূল্য ১,১৫,০০০/-(একলক্ষ পনের হাজার) টাকা নিয়া ভাড়া মারার জন্য বাড়ি হইতে বাহির হন।পরে দুপুরের খাবার খাওয়ার জন্য একই তারিখ দুপুর আনুমানিক ১২ টার সময় শেরপুর উপজেলার ১০ নং শাহবন্দেগী ইউনিয়ানের আন্দিকুমড়া গ্রামের বাদীর বসত বাড়ির পূর্বে পাশে পাকা রাস্তা সংলগ্ন ফুটপাতের উপর অটো রিক্সাটি রাখিয়া বাড়ির ভিতরে যান। খাওয়া দাওয়া শেষে পুনরায় ভাড়া মারার জন্য একই তারিখে দুপুর আনুমানিক পোনে ১টার সময় ঘটনাস্থলে আসিয়া দেখিতে পান যে তাহার অটো রিক্সাটি নাই। বাদীর ধারনা অজ্ঞাতনামা চোর বা চোরেরা গত ১০ অক্টোবর দুপুর আনুমানিক ১২ টার হইতে একই পোনে ১ টার মধ্যে যে কোন সময় বাদীর অটো রিক্সাটি চুরি করিয়া নিয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম তথ্য প্রযক্তির সহায়তায় তদন্ত করে ব্যাপক অভিযান পরিচালনা করিয়া আজ ২০ রাত্রি পৌনে ৩ টার সময় ১। মোঃ মনির (৩১), পিতা-মোঃ রুবেল ওরফে রুপিন, সাং-শেরুয়া দহপাড়া, থানা-শেরপুর, ২। মোঃ আবু জাফর (৩২), পিতা-মোঃ জুয়েল রানা, সাং-উলিপুর, থানা-শেরপুর, উভয় জেলা- বগুড়ার শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া সাকিন হইতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামীদের দেওয়া তথ্যমতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ রবিউল ইসলাম অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ৪ টার সময় ২। মোঃ আবু হানিফ ওরফে সোহাগ (৩৫), পিতা মোঃ আবু তালেব, সাং-ভান্ডার পাইকা, থানা-শাজাহানপুর, জেলা বগুড়াকে গ্রেফতার করাসহ আসামীর দখল হইতে চোরাই সন্দিগ্ধে হিসেবে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা,(ব্যাটারী বিহীন) ও একটি ব্যাটারি চালিত অটো ভ্যান উদ্ধার করে জব্দ করা হয়।

পরে আসামী হানিফ এর দেওয়া তথ্যমতে আসামীসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন হাজারাবাড়ী গ্রাম থেকে মোঃ আবু তাহের প্রামানিক এর বাড়ী হইতে ২০আক্টোবর রবিবার ৬ টার সময় বাদির চোরাই যাওয়া অটো রিক্সাটি উদ্ধার করা হয়। আসামীগনের স্বভাব-চরিত্র ভালো না। তাহারা পেশাদার চোর, ছিনতাইকারী। তাহাদের প্রকাশ্যে কোন আয়ের কোন উৎস নাই।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম দৃষ্টি প্রতিদিনকে জানান আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে চোর চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে মামলার অজু করে বিজ্ঞ আদালতে পূরণ করা হইবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ads

শেরপুরে তিন অটো রিক্সা চোর গ্রেফতার ও অটোরিক্সা উদ্ধার।

আপডেট সময় : ০৯:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

বগুড়া শেরপুর উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের শাজাহান আলীর ছেলে আব্দুস সালাম বাদী হয়ে শেরপুর থানায় এজাহার দিয়ে জানান যে, তিনি পেশায় একজন ব্যাটারী চালিত অটো রিক্সা চালক।

অটো রিক্সা চালাইয়া জীবন জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় গত ১০ অক্টোবর সকালে আনুমানিক ৮টার সময় তিনি তাহার একটি পুরাতন ও ব্যবহৃত ০৩ চাকা বিশিষ্ট লাল রংয়ের ডয়েডো ইয়েন্ডি নিউ মডেল মিশু গাড়ী (অটো রিক্সা), যাহার চেসিস নং-YDKD220420936, যাহাতে ০৪ টি ১৭৫ তম গ্যাস্টন ব্যাটারী সংযুক্ত আছে। ব্যাটারী নং (১) ৭৮৫৬৭৭, (২) ৭৮৫৬৭৮, (৩) ৭৮৫৬৯১, (৪) ৭৮৫৭০১, অটো রিক্সার মূল্য ১,১৫,০০০/-(একলক্ষ পনের হাজার) টাকা নিয়া ভাড়া মারার জন্য বাড়ি হইতে বাহির হন।পরে দুপুরের খাবার খাওয়ার জন্য একই তারিখ দুপুর আনুমানিক ১২ টার সময় শেরপুর উপজেলার ১০ নং শাহবন্দেগী ইউনিয়ানের আন্দিকুমড়া গ্রামের বাদীর বসত বাড়ির পূর্বে পাশে পাকা রাস্তা সংলগ্ন ফুটপাতের উপর অটো রিক্সাটি রাখিয়া বাড়ির ভিতরে যান। খাওয়া দাওয়া শেষে পুনরায় ভাড়া মারার জন্য একই তারিখে দুপুর আনুমানিক পোনে ১টার সময় ঘটনাস্থলে আসিয়া দেখিতে পান যে তাহার অটো রিক্সাটি নাই। বাদীর ধারনা অজ্ঞাতনামা চোর বা চোরেরা গত ১০ অক্টোবর দুপুর আনুমানিক ১২ টার হইতে একই পোনে ১ টার মধ্যে যে কোন সময় বাদীর অটো রিক্সাটি চুরি করিয়া নিয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম তথ্য প্রযক্তির সহায়তায় তদন্ত করে ব্যাপক অভিযান পরিচালনা করিয়া আজ ২০ রাত্রি পৌনে ৩ টার সময় ১। মোঃ মনির (৩১), পিতা-মোঃ রুবেল ওরফে রুপিন, সাং-শেরুয়া দহপাড়া, থানা-শেরপুর, ২। মোঃ আবু জাফর (৩২), পিতা-মোঃ জুয়েল রানা, সাং-উলিপুর, থানা-শেরপুর, উভয় জেলা- বগুড়ার শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া সাকিন হইতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামীদের দেওয়া তথ্যমতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ রবিউল ইসলাম অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ৪ টার সময় ২। মোঃ আবু হানিফ ওরফে সোহাগ (৩৫), পিতা মোঃ আবু তালেব, সাং-ভান্ডার পাইকা, থানা-শাজাহানপুর, জেলা বগুড়াকে গ্রেফতার করাসহ আসামীর দখল হইতে চোরাই সন্দিগ্ধে হিসেবে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা,(ব্যাটারী বিহীন) ও একটি ব্যাটারি চালিত অটো ভ্যান উদ্ধার করে জব্দ করা হয়।

পরে আসামী হানিফ এর দেওয়া তথ্যমতে আসামীসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন হাজারাবাড়ী গ্রাম থেকে মোঃ আবু তাহের প্রামানিক এর বাড়ী হইতে ২০আক্টোবর রবিবার ৬ টার সময় বাদির চোরাই যাওয়া অটো রিক্সাটি উদ্ধার করা হয়। আসামীগনের স্বভাব-চরিত্র ভালো না। তাহারা পেশাদার চোর, ছিনতাইকারী। তাহাদের প্রকাশ্যে কোন আয়ের কোন উৎস নাই।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম দৃষ্টি প্রতিদিনকে জানান আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে চোর চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে মামলার অজু করে বিজ্ঞ আদালতে পূরণ করা হইবে।