- আপডেট সময় : ০৪:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আদমদীঘিতে ৭নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের কুসুম্বী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম তারা’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম শেখের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান। আরো যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ, সদস্য আলহাজ্ব আলাউদ্দিন শেখ, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি
আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক মোকলেছার রহমান, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, উপজেলা তাঁতীদলের সভাপতি জুলফিকার খন্দকার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণস সম্পাদক ফরহাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবর্গ। মতবিনিময় সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপিরচেয়ারপার্সন বেগম খালেদা সুস্থ্যতা কামনা দোয়া মাহফিল করা হয়।
#