চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে ৯টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
- আপডেট সময় : ১২:০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে পুড়ে ৯টি মুদি ও কসমেটিক দোকান ভষ্মিভূত হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌণে ১২টার দিকে শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনে আগুনে পুড়ে ৯টি মুদি ও কসমেটিক দোকান ভষ্মিভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ দোকানীরা।
প্রাথমিক ধারণা- বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, সহকারী কমিশার (ভূমি) জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে