হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগ তুলে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আ. লীগ
- আপডেট সময় : ০২:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত হামলার অভিযোগ তুলে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুরে ‘স্মৃতি অম্লান’ চত্বরে এক পথসভায় তিনি একথা বলেন। এসময়, মির্জা ফখরুল বলেন, যারা আজকে ড. ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে তারা নিরপেক্ষ মানুষ। তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। তিনি বলেন, জাতির মুক্তিকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ আবারও যড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এ বিপ্লবকে ধ্বংস করতে চায়। সবাইকে সজাগ থাকতে হবে। তারা আবার হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলে জানান ফখরুল। এ সময় সৈয়দপুর জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।