হামিম গ্রুরুপের৬ ফ্যাক্টরীসহ ৪৫টি পোশাক কারখানা অনিদ্রিষ্ট কালেরর জন্য বন্ধ
- আপডেট সময় : ০৫:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৩২৮ বার পড়া হয়েছে
শ্রমিক অসন্তোসের পরিস্থিতিতে ঝুকি বিবেচনায় হামিম গ্রুরুপের ৬ ফ্যাক্টরীসহ ৪৫টি তৈরি পোশাক কারখানা অনিদ্র্রিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬এর১৩(১) ধারা অনুয়ায়ী আগামী ১১ সেপ্টেম্বর থেকে কারখানাগুলোতে এই বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এছাড়ও আজ দুপুওে বেক্সিমকো গ্রুরুপের গাজিপুর কাশিমপুরের বিগবস ফ্যাক্টরীতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উশৃঙ্খল শ্রমিকরা।
জানাগেছে,বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা গেটে বন্ধের নোটিশ দেখতে পান। এতে কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করেন।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানাগুলো হলো- ভারচুয়াল বটয়ম, মন্ডল নিটওয়্যারস লিমিটেড, সিগমা ফ্যাশনস লিমিটেড, হা-মীম গ্রুপ এর দ্যাটস ইটস স্পোট’স ওয়ার লি:,এপ্যাারেলস গ্যালারী লি:,রিফাত গার্মেন্টস লি:,এক্সপ্রেস ওয়াশিং এন্ড ডাইং,আটিস্ট্রিক ডিচাইন লি:,নেক্সট কালেকশন লি:
ক্রসওয়্যার ইন্ডান্ট্রিজ লিমিডেট, জিন্স প্রোডিউসার লিমিটেড, অরুনিমা গ্রুপের অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড এবং ডিএমসি অ্যাপারেলস লিমিটেড, এস এম নিটওয়্যারস লিমিটেড, আগামী অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেডসহ ৪৫টি পোশাক কারখানা।
পোশাক কারখানায় গেটে ঝুলছিল বন্ধের নোটিশ। সেখানে শ্রমিকদের উদ্দেশ্যে করে কর্তৃপক্ষ লিখেছেন, আশুলিয়া শিল্পাঞ্চলে গামের্ন্টেস শিল্পে দাঙ্গা-হাঙ্গামা ও ভাঙচুর এবং বেআইনীভাবে ধর্মঘটের কারণে ফ্যাক্টরি পরিচালনার অনুকূল পরিবেশ না থাকায় এবং সার্বিক নিরাপত্তার বাংলাদেশ শ্রম আইনে ২০০৬ ইং এর ১৩(১) ধারায় পরবর্তী নির্দেশনা পর্যন্ত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
এছাড়া সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো পোশাক কারখানার বিগবস ফ্যাক্টরীতে আগুন লাগিয়ে দেয় শ্রমিকরা।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।