সংবাদ শিরোনাম ::
সিরাজদিখানে ৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ!
সিরাজদিখান প্রতিনিদিঃ
- আপডেট সময় : ০৩:২৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালপদিয়ায় ৫ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্পেন প্রবাসী শাহ আলম শেখের উদ্যোগে তার নিজ বাড়িতে এ খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এতে খুশি এবং আনন্দিত হতদরিদ্র মানুষরা। স্টলে আলাদা আলাদা করে সাজিয়ে রাখা হয়েছে থ্রিপিস, কাপড়, লুঙ্গী ও চাল,ডাল,চিনি,তেল, দুধ,সেমাই।
ঈদ বস্ত্রের মধ্যে বিতরণ করা হয় শাড়ি, লুঙ্গী,থ্রিপিস ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি তেল,১ কেজি চিনি,১ কেজি সেমাই ও ১ প্যাকেট গুড়ো দুধ। বিনামূল্যে এসব সামগ্রী পেয়ে আনন্দিত নিম্ন আয়ের মানুষরা। এ খবর পেয়েই দূর-দুরান্ত থেকে ছুটে আসে হতদরিদ্ররা।