সিরাজদিখানে প্রাণী সম্পদ কর্মকর্তার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
”প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা।
এসময় তিনি বলেন, ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ চলবে। ১৮ এপ্রিল আমরা মালখানগর হাইস্কুল ও কলেজ মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। ১৯ এপ্রিল বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচী বাস্তবায়ন করা হবে। ২০ এপ্রিল বিনামূল্যো কৃমিনাশক বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। ২১ এপ্রিল স্কুল ফিডিং কর্মসূচী পালন করা হবে। ২২ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান হবে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞানভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা।
এছাড়া প্রদর্শনীতে যা থাকবে উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, উন্নত জাতের ছাগল, ভেড়া,উন্নত জাতের হাঁস-মুরগী ও শৌখিন পাখি (কবুতর, তিতির প্রভৃতি), বিভিন্ন প্রজাতির পোষা প্রাণী (খরগোশ, কুকুর ও বিড়াল), বিভিন্ন প্রাণিপ্রযুক্তি, উৎপাদিত বিভিন্ন দুগ্ধজাত পণ্য (মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা ইত্যাদি), উৎপাদিত বিভিন্ন মাংস প্রক্রিয়াজাত পণ্য।
সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক যাবেদুর রহমান জোবায়ের,সদস্য নাছির উদ্দিন, মিজানুুর রহমান, ইব্রাহিম হাওলাদার,সাংবাদিক মোহাম্মদ রোমান হাওলাদার,আলী আহাম্মদ চৌধুরী।