সিরাজদিখানে কোরবানীর ঈদকে সামনে রেখে কদর বেড়েছে খাটিয়ার!
- আপডেট সময় : ১২:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
আর মাত্র কয়েক দিন পর মুসলিম ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম কোরবানীর ঈদ তথা ঈদ-উল আযহা। আর ঈদকে সামনে রেখে কোরবানীর পশু কেনার প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ নিজ এলাকা থেকে কিনে ফেলেছেন পছন্দের কোরবানির পশু, কেউবা আবার কেনার অপেক্ষায়। কোরবানীর পশুর মাংস কাটাকে কেন্দ্র করে দা, বটি, ছুরি, চাপাতির পাশাপাশি কদর বেড়েছে মাংস কাটার খাটিয়ারও।
বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় গিয়ে মাংস কাটার খাটিয়া বেচাকেনার দৃশ্য দেখা যায়। সর্বনিম্ন ১শ’ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫শ’ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তেঁতুল কাঠের তৈরি এসব খাটিয়া।
জানা যায়, খাটিয়ায় সাধারণত তেতুঁল কাঠই ব্যবহার করা হয়। কারণ এ কাঠ অন্যান্য কাঠের চাইতে শক্ত। কোরবানীর মাংস কাটার খাটিয়া বানাতে অন্যান্য কাঠেরও ব্যবহার করা হয়। তবে পশুর মাংস কাটার কাজে ব্যবহৃত খাটিয়া তেতুলের কাঠই সর্বোত্তম। তেতুলের খাটিয়া বাজারের কশাইরাও ব্যবহার করে থাকেন।