সিরাজদিখানে উন্মুক্ত জলাশয়ে সাড়ে ৩শ কেজি পোনামাছ অবমুক্ত!
- আপডেট সময় : ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ৩৫১ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের
বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইছামতী নদীর উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া ঘাটে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা
সুমন মধু, সিরাজদিখান প্রেসক্লাবের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা বলেন,২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ৩৫১ কেজি রুই, কাতলা, মৃগেল এবং কালিবাউশ মাছের পোনামাছ অবমুক্ত করা হয় উন্মুক্ত জলাশয়ের মধ্যে রয়েছে ইছামতী নদীর দানিয়াপাড়া ঘাট এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ের মধ্যে রয়েছে উপজেলা পরিষদ পুকুর, উপজেলা ভূমি অফিস পুকুর, হাসপাতাল পুকুর, থানা পুকুর ও মোস্তফাগঞ্জ মাদরাসা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।