সিরাজদিখানে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মঈনুল হাসান নাহিদ
- আপডেট সময় : ১১:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পবিত্র ঈদ-উল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ও চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ।
ঈদ-উল ফিতরের পর দিন শুক্রবার বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলা মোড়, সিরাজদিখান বাজার, ধামালিয়া নতুন বাজার, দক্ষিন তাজপুর তিন দোকান, ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা বাজার, কুসুমপুর চৌরাস্তা, বয়রাগাদী ইউনিয়নের মৃধাবাড়ী, কোলা ইউনিয়নের থৈরগাও, কোলা স্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এলাকার জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
এসময় মঈনুল হাসান নাহিদ জনসাধারণের কাছে নিজেকে সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপনের মধ্য দিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।
পরে বিকাল ৫ টার দিকে স্থানীয় জণসাধারণ কর্তৃক নন্দনকোনা চৌরাস্তা সংলগ্ন স্থানে আয়োজিত পথ সভায় যোগ দেন তিনি।
উক্ত সভার সভাপতিত্ব করেন,কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর ইসলাম শেখ।
এসময় উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ,কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসান রানা মাসুদ,সাধারণ সম্পাদক নোবেল হাওলাদার,ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুখন চৌধুরী, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বেপারী, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনসহ কোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।