সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জ রায়গঞ্জ আন্ডারপাচের দাবিতে মহাসড়ক বন্ধকরে নামাজ আদায় করলেন মুসুল্লিরা
রুজেন তালুকদার
- আপডেট সময় : ০৫:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
মহাসড়কে আন্ডারপাস এর দাবিতে মহাসড়ক বন্ধকরে নামাজ আদায় করলেন মুসুল্লিরা।এসময় এলাকার শতশত নারী পুরুষ অংশ গ্রহন করে। আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপরে থেকে সিরাজগঞ্জ জেলার রাগঞ্জ উপজেলার মমাসড়কে এ ঘটনা ঘটেছে।জানাগেছে, ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাইওয়ে রোডে জনগণ চলাচলের জন্য আন্ডারপাচের দাবিতে এলাকাবাসী অবস্থান কর্মসুচি পালন করছে। এ কর্মসুচি চলাকালে মহাসড়কে দুই পাশে ঘন্টার পর ঘন্টা যান চলাচর বন্ধ থাকে। সৃষ্টি হয় জনদুর্ভোগ। এ সময় র্যাব ,উপজেলা প্রশাসনসহ,সাবেক উপজেলা চেয়ারম্যান আয়নুল হক পরিস্থিততি নিয়ন্ত্রনের চেষ্টা করলে এক পর্যায়ে সেও জনরোষানলে পড়েন। সর্বশেষ দুপুর থেকে চলা এ কর্মসুচির সন্ধ্যায় মহাসড়কের দায়িত্বে থাকা কর্তৃপক্ষর সাথে আলোচনা চলছে।