সিরাজগঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের সভাপতি হান্নান খান, সম্পাদক আল আমিন
- আপডেট সময় : ১১:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের ২০২৪ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) সকালে সিরাজগঞ্জ পৌরসভা হল রুমে ৯ টায় থেকে দুপুর ৩ টায় পর্যন্ত পৌরসভা কর্মচারী ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণ ও ফলাফল পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম শাহ আলম,সদস্য মো: আশরাফুল ইসলাম খান ও সদস্য কাওসার আখতার দেওয়ান এর সার্বিক সহযোগিতায় ভোট গ্রহণ ও ফলাফল অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান উপদেষ্টা ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। এসময় অন্যান্য উপদেষ্টা ও পর্যবেক্ষক ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ২ রিয়াদ রহমান,পৌর কাউন্সিলর মামুনুর রশিদ,শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা: মাকসুদা বেগম,প্রধান সহকারি মো:আজাদ রহমান প্রমুখ।
উল্লেখ্য,সিরাজগঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন নির্বাচন করেন এরা হলেন মো: আব্দুল হান্নান খান ও মো: আব্দুল লতিফ দুলাল। নির্বাচনে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন সভাপতি প্রার্থী মো: আব্দুল হান্নান খান।
তার প্রতিদ্বন্দ্বী হিসাবে সভাপতি প্রার্থী ছিলেন,আব্দুল লতিফ দুলাল তিনি ভোট পেয়েছেন ২৪ টি। কমিটির অন্যান্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাধারণ সম্পাদক প্রার্থী মো: আল আমিন শেখ,সহ-সভাপতি মো: রাশেদুল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতিকুল হাসান খান,সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,অর্থ সম্পাদক কেএম নুরুল হক, প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন।