সিরাজগঞ্জে শীর্তাতদের পাশে দাঁড়ালো মানবতার শীর্ষ সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলাম
- আপডেট সময় : ০৫:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
” আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই “এই স্লোগান কে সামনে রেখে মানবতার সেবায় আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ২০২৫ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪ টায় যমুনা নদীর হার্ড পয়েন্ট সংলগ্ন আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস লুনা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল বারী তারা সঞ্চালনায় এসময় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বক্তাগণ বলেন,সিরাজগঞ্জ জেলায় আত্ম মানবতার সংগঠন হিসাবে সব সময় ভালো কাজ করে যাচ্ছে আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখা।সিরাজগঞ্জের যেকোনো প্রকৃতির দুর্যোগ আসলে আঞ্জুমান মুফিদুল ইসলাম অসহায়দের পাশে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে পাশে দাঁড়ায়। যেমন:বন্যা,শীত,মৃত ব্যক্তির বেয়ারিস লাশ দাফনের সার্বিক সহযোগিতা,ঈদ উৎসবে খাবার সামগ্রী বিতরণ,শীর্তাতদের মাঝে কম্বল ও বস্ত্র বিতরণ,অসহায় পরিবারের মাঝে আত্মকর্মসংস্থান সুযোগ করে দেওয়া,মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা ও বই বিতরণ, মসজিদ মাদ্রাসা ও এতিমদের মাঝে শীত বস্ত্র বিতারণ, অসচ্ছল নারী ও অসচ্ছল পুরুষ কর্মীদের মাঝে সেলাই মেশিন ও রিক্সা ভ্যান বিতরণ করা হয়ে থাকে। সিরাজগঞ্জে আঞ্জুমান মুফিদুল ইসলামের সকল সম্মানিত নেতৃবৃন্দ সুনামের সাথে প্রতিনিয়ত এই জেলার সাধারণ মানুষের সুখে দুঃখে সবসময় কাজ করে যাচ্ছেন।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক এস এম সাইদুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস,বিএনপি নেতা অধ্যাপক হাসেম তালুকদার ৯নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃতাজ উদ্দিন শেখ,আঞ্জুমান মুফিদুল ইসলামের কোষাধক্ষ্য মোঃ আব্দুল মজিদ সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
উল্লেখ্য,আঞ্জুমান মফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে দুই শত শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।