সিরাজগঞ্জে বিশ্ব নাট্য দিবস পালিত
- আপডেট সময় : ১০:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে
মো: ছাম্মি আহমেদ আজমীর: বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন এর যৌথ আয়োজনে সিরাজগঞ্জে বিশ্ব নাট্যদিবস ২০২৪ উপলক্ষে আলোচনা ও থিয়েটার আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ ) বিকেলে সিরাজগঞ্জ শহরে এস.এস.রোডস্থ নাট্যলোকের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলী সদস্য(রাজশাহী বিভাগ) ও নাট্যলোকের সভাপতি মমিন বাবু’র সভাপতিত্বে আলোচনা ও থিয়েটার আড্ডা অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করেন,সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ইসমাইল হোসেন তরুন সম্প্রদায়ের প্রধান পরিচালক আসাদ উদ্দিন পবলু মৃত্তিকা নাট্যশালা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু,প্রসুন থিয়েটার সভাপতি এ্যাড: মাহবুবে খোদা টুটুল, দুর্বার নাট্যগোষ্ঠী সাবেক সভাপতি আসির উদ্দিন মিলন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাবেক সভাপতি হেলাল আহমেদ,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি গোলজার হোসেন,সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভোলা,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ,নাট্য ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ,উদীচী শিল্পীগোষ্ঠী সিনিয়র সদস্য সাংবাদিক হীরক গুন,নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর,সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্ট,নাট্যলোকের সাধারণ সম্পাদক চিন্ময় সূত্রধর রিপন,নাবিক নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আশিক ইকবাল শামীম,সাংগঠনিক সম্পাদক ছাম্মি আহমেদ আজমীর,রুপক নাট্য গোষ্ঠীর সভাপতি রাসেল আহমেদ শিবলী সহ বিভিন্ন সংগঠনের সন্মানিত নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন,প্রতি বছরের ন্যায় ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস পালিত হয়ে থাকে। নাটক ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যুব সমাজ কে এগিয়ে নেওয়া সম্ভব। নাটক একটি বাংলাদেশের সংস্কৃতি। সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন সকল নাট্য সংগঠন কে ঐক্য এবং নাটকের চর্চা আরও বেগবান করবে। নাটকে জয় হোক।