সিরাজগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানালো সিরাজগঞ্জ প্রেসক্লাব
- আপডেট সময় : ০৮:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
শহীদ বুদ্ধিজীবী ও সিরাজগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা ও স্মরণ করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব।শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮ টায় ই.বি রোডস্থ শহীদ মিনারে এ আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য হেলাল আহমেদ,সিনিয়র সাংবাদিক মো.আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী,দপ্তর সম্পাদক শেখ মো.এনামুল হকসহ অন্যান্য সদস্যরা।উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন,শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও অবদান আমরা গভীরভাবে স্মরণ করি। তাঁদের আদর্শকে ধারণ করে আমাদের ক অনেক দূর এগিয়ে যেতে হবে।এছাড়াও,প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে ছাম্মি আহমেদ আজমীর,সাংবাদিক ইমরান, আশরাফুল ইসলাম জয়,নজরুল ইসলাম,মো. দিল,মো. রুবেল সরকার,ফেরদৌস হোসেন এবং প্রেসক্লাবের অফিস সহায়ক মিথিল হোসেন উপস্থিত ছিলেন।