সংবাদ শিরোনাম ::
সান্তাহার স্টেশনে যাত্রীদের মোবাইল চুরির চেষ্টা কালে যুবক গ্রেপ্তার
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :
- আপডেট সময় : ১১:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
সান্তাহার রেলওয়ে স্টেশনে অপেক্ষামান যাত্রী সাধারণের মোবাইল ফোন ও ল্যাগেজ চুরির চেষ্টা কালে ইউসুফ আলী (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের প্লাটফরম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুফ আলী আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের আনছার আলীর ছেলে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের প্লাটফরমে ট্রেনের জন্য অপেক্ষামান যাত্রী সাধারনের মোবাইল ফোন ও ল্যাগজে চুরির চেষ্টা কালে ইউসুফ আলী নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সে ইতিপূর্বে যাত্রীদের ল্যাগেজ চুরির কথা স্বীকার করে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মো: হাবিবুর রহমান জানান। গেফতারকৃত আসামী কে আইনী কার্যক্রম শেষে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।