সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্ধোধন ও নবীন বরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
বগুড়ার সান্তাহার পৌর শহরে বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজের একাদশ শ্রনীর ক্লাস উদ্ধোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলাতায়নে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে ২০২৪-২৫ শিক্ষা বর্ষের একাদশ শ্রনীর ক্লাস উদ্ধোধন ও নবীন বরণ গতকাল বুধবার সকাল ১১ টায় উক্ত কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কলেজের শরীর চর্চা শিক্ষকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী আনিমা আরফিন, হাসিব আহম্মেদ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বাবু উত্তম কুমার ভৌমিক, মোঃ মানিকুজ্জান,ইউনুস আলী সরদার, আব্দুর মাসুদ রানা, মোঃ মাহবুবুর রশিদ, শাহনাজ বেগম, অরুন চন্দ্র পাল, মোঃ মাসুদ রানা, সহকারী অধ্যাপক মোঃ রবিঊল ইসলাম (রবীন) প্রমুখ। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রাক্তন শিক্ষার্থী বিদ্যুৎ, সুলতান ও নবীন শিক্ষার্থীরা এতে অংশ নেন। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।