সান্তাহার পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
- আপডেট সময় : ১০:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বগুড়া জেলার আদমদিঘী উপজেলা সান্তাহারে যুবদলের কার্যালয়ে দূর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবিসহ আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘঁনা
ঘটিয়েছে। এঘটনার প্রতিবাদে সান্তাহার পৌর যুবদলের পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জানাযায়, সোমবার রাত ১০টারদিকে একদল দূর্বৃত্ত সান্তাহার পৌর এলাকার তিয়রপাড়ায় ৪ নং ওয়াড যুবদল কার্যালয়ে একদল দূর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবিসহ কার্যলয়ের আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। এঘটনার প্রতিবাদে সান্তাহার পৌর ও যুবদলের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় এক বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মাহফুজুর রহমান টিকন।পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান লিটন ও সৌরভ কর্মকারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ফেরদৌস হোসেন, স্বপন সহছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,মৎস্যজীবি দল তাতিদলসহ বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে অগ্নি সংযোগকারীদের গ্রেফতারে দাবি জানিয়েছেন।