সান্তাহার দলীয় কার্যালয়ে উপজেলা আ'লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সান্তাহার দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষে এ বর্ধিত সভা বৃহস্পতিবার বিকেলে সান্তাহারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, হুমায়ন কবির বাদশা, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক জিআরএম শাহজাহান, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান পিন্টু, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সালমা বেগম চাঁপা, সান্তাহার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস,এম জাহিদুল বারী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন, আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা মিহির কুমার সরকার, দিব্যেন্দু কুন্ডু দুলাল, বেলাল হোসেন, মোতাহার হোসেন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মশিউর রহমান সজল, ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান প্রমুখ। সভায় আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।