সান্তাহার জংশন শহরে এখন সবকিছ স্বাভাবিকভাবে চলছে এখনো ট্রেন চলাচল বন্ধ
- আপডেট সময় : ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে এখন সবকিছ স্বাভাবিকভাবে চললেও এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সান্তাহারে সরকারী চাকুরি কোটা সংস্কারের দাবিতে শিক্ষাথীদের আন্দোলনে বিক্ষোভ মিছিল, ট্রেন অবরোধ কর্মসুচির পর এখানে বিজিপি ও ব্যাপক পুলিশ মোতায়নের একপযার্য়ে সারাদেশে কারফিউ জারি করা হয়। কারফিউ জারির পর গোটা শহরে দোকানপাটসহ সকর প্রকার ব্যবসা প্রতিষ্টান বন্ধ হয়ে যায়। এছারাও ছোট- বড় সকল প্রকার যানবাহন এমনকি ট্রেন চলাচল ও বন্ধ হয়ে যায়। কারফিউ সিথিলের পর শহরে সবকিছু এখন স্বাভাবিক হয়ে এসেছে। সর্বসাধারন মানুষ স্বাভাবিক ভাবে চলাফেরা করছে। দোকানপাট ব্যবসা প্রতিষ্টান ও আগেরমত খোলা রয়েছে। যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে যাত্রীবাহী ট্রেন চলাচল এখনো কন্ধ রয়েছে। তবে খুলনা থেকে সান্তাহার জংশন
ষ্টেশনের উপর দিয়ে পার্বতীপুর অভিমুখে জ্বালানী তেলবাহী ট্রেন প্রতিদিন চলাচল করছে। তেলবাহী ওইসব চলাচলরত ট্রেনে স্কোট হিসাবে বিজিবি মোতায়ন করা হয়েছে। এদিকে স্থানীয় রেলওয়ে সুত্রে জানাযায়, সান্তাহার জংশন ষ্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রতিদিন রেলওয়ের দুই থেকে আড়ায় লক্ষ টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং গতকয়েক দিনে প্রায় ৩০ লক্ষ টাকার বেশী ক্ষতি হয়েছে।