সান্তাহারে ভারসাম্যহিন ব্যক্তির লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
আদমদীঘি উপজেলার সান্তাহারে ভুপেন চন্দ্র বর্মন (৫৬) নামের ভারসাম্যহিন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরস। সে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হাজরা পুকুর গ্রামের ধনেশ্বর বর্মনের ছেলে। গত সোমবার (২৪ জুন) বিকেলে সান্তাহার রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে রেলওয়ে রেষ্ট হাউজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদেেন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে লাশটি প্রথমে অজ্ঞাত হিসাবে মর্গে প্রেরন করা হলেও পরদিন গতকাল মঙ্গলবার পিবিআই টিমের শনাক্তে লাশের পরিচয় মিলে বলে পুলিশ জানায়। আদমদীঘি থানা পুলিশ জানায়, ভুপেন চন্দ্র বর্মন নামের ওই ব্যক্তিটি ভারসাম্যহিন
অবস্থায় বাড়ি থেকে নিখোঁজ হয়। স্থানীয়দের দেয়া তথ্যমতে ভুপেন নামের ওই ব্যক্তি বেশ কয়েক দিন যাবত সান্তাহার রেলওয়ে স্টেশনে ছিল। গত সোমবার সান্তাহার রেলওয়ে স্টেশনের পশ্চিমে রেলওয়ে রেষ্ট হাউজের পাশে লাশ পড়ে ছিল। সান্তাহার রেলওয়ে থানা লাশটি তাদের সিমানার বাহিরে জন্য উদ্ধার না করায় জনতা সান্তাহার পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে বিকেল ৬টায় অজ্ঞাত হিসাবে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়। পরে পিবিআই-এর একটি টিম লাশের পরিচয় শনাক্ত করে লা্েরশর পরিচয় নিশ্চিত করেন। মঙ্গলবার (২৫ জুন) লাশের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ বাদি না হওয়ায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।