সান্তাহারে পুলিশ ফাঁড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি
- আপডেট সময় : ১২:০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
আদমদীঘির সান্তাহারে পুলিশ ফাঁড়ি এলাকা থেকে একটি পালসার ১৬০ সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে সান্তাহার পৌরসভার নতুন বাজার পুলিশ ফাঁড়ির সামনে মসজিদ সংলগ্ন স্থানে এ চুরির ঘটনা ঘটে। এব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির সামনে নতুন বাজার মসজিদ সংলগ্ন এলাকায় ইসতিয়াক হোসেন চৌধুরী নামের এক মোটরসাইকেল মালিক গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় তার নিজ বাসার সামনে পালসার ১৬০ সিসি মোটরসাইকেল লক করে বাসার ভিতরে যান। কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। তিনি আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির কোন সন্ধান না পেয়ে অবশেষে গতকাল শুক্রবার বিকেলে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন যে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক সহ এখানে দুই জুন এস,আই, ও দুই জন এ,এস,আই সহ প্রায় ২০ জনের মোত পুলিশ সদস্য আছেন। তবে তাদের কোন গতিশীল কার্যকলাপ চোখে পড়ে না। তাই দিন দিন সান্তাহার পৌর শহরের মাদক ব্যাবসা, মাদক সেবনকারীদের আনা গোনা, জোয়া, ইভটিজিং সহ চুরি, ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তাই এলাকাবাসীর মোনে এখন যদি আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান এর আগে পুলিশ ফাঁড়ির আশেপাশ থেকে ৪- ৫ টি মোটর সাইকেল চুরি হয়েছে। কিন্তুু থানায় অভিযোগ দেওয়ার পরেও আজ ও সেই মোটরসাইকেল উদ্ধার করতে পারিনি পুলিশ। তাছাড়া পুলিশ ফাঁড়ি নিজস্ব সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও আশেপাশের বিভিন্ন দোকান ও বাসা বাড়ির সামনে সিসি ক্যামেরা থাকা সত্বেও পুলিশ চোর চক্রের আদও কোন সদস্যদের চিহ্নিত করতে পারেনি। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেপ্তারে তৎপরতা চলছে।