সাতক্ষীরা সীমান্তে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় আটক-১
- আপডেট সময় : ০৫:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার(১৭ অক্টোবর)সকালে সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো.আশরাফুল হক বিকেলে গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত বাংলাদেশী নাগরিক হলেন বরিশালের উজিরপুর উপজেলার হারতাপাড়া গ্রামের মৃত চিত্র মন্ডলের ছেলে শ্রী সহাদেব মন্ডল(৩২)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো.আশরাফুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গার গাড়াখালীর দখলের মোড় এলাকা থেকে বিওপির নায়েব সুবেদার মো.সুলতান আলীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সহাদেব মন্ডল নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করে।
তিনি আরও বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা কলারোয়া থানায় সোপর্দ ও থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।