সাংবাদিক কল্যাণ তহবিলের আয়োজনে ইফতার মাহফিল
- আপডেট সময় : ১১:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৩০৬ বার পড়া হয়েছে
গোমস্তাপুর ( চাপাইনবাবগন্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৫ এপ্রিল, ২৫ রমজান স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন।
আরও উপস্হিত ছিলেন রাজনীতিবিদ দেলওয়ার হোসেন বুলবুল, নজরুল ইসলাম, পারভেজ শেখ, মোকসেদুর রহমান, সুলতানা বেগম, শামিমা বেগম, শিক্ষাবিদ ইমতিয়াজ মাসরুর আওয়াল ও সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদ এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা সন্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল রেজা ।