শেরপুর গুয়াগাছী জয়লা উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান স্বপন
- আপডেট সময় : ০১:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৪১৬ বার পড়া হয়েছে
বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছী জয়লা উচ্চ বিদ্যালয় এর দুই বছরের জন্য ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর উপজেলা শাখার সভাপতি এস এম কামরুজ্জামান স্বপন।
গত ১৪ মে রোজ মঙ্গলবার দুপুরে গুয়াগাছী জয়লা উচ্চ বিদ্যালয়ে এই সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই সভাপতি নির্বাচনে বীর মুক্তিযোদ্ধার সন্তান এস এম কামরুজ্জামান স্বপনসহ মোট ৫জন সভাপতি প্রার্থী ছিলেন, এর মধ্যে চারজন সভাপতি প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার কয়রায় সকল সদস্যের সর্বসমতারক্রমে বীর মুক্তিযোদ্ধার সন্তান এস এম কামরুজ্জামান স্বপন সভাপতি হিসেবে সমর্থন করেন।
পরবর্তীতে আগামী দুই বছরের জন্য গুয়াগাছী জয়লা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান এস এম কামরুজ্জামান স্বপন।