সংবাদ শিরোনাম ::
শেরপুরে মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত
স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ১০:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় এক ভিক্ষুক নিহত হয়েছে। ঘটনাটি বাসস্ট্যান্ড এলাকার রাস্তার পশ্চিম পাশে সংঘটিত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডের ফলপট্টি এলাকায় মহাসড়ক পারাপারের সময় চলন্ত ট্রাকের চাপায় অজ্ঞাত নারী (৪৬) ভিক্ষুক ঘটনাস্থলেই নিহত হন। তিনি নিয়মিত বাসস্ট্যান্ড এলাকায় ভিক্ষা করতেন এবং রাতে করতোয়া মার্কেটের সামনে ঘুমাতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার সময় ওই নারী সড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে করতোয়া মার্কেটের দিকে যাচ্ছিলেন। সড়ক পারাপারের সময় ঢাকাগামী অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক নিয়ে চালক-হেলপার পালিয়ে গেছে।