শেরপুরে বিবাহের প্রলোভন দিয়ে শ্যালকের বউকে ধর্ষণ করলেন দুলাভাই
- আপডেট সময় : ০৫:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৮৮২ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে এক মহিলাকে (৩৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় শেরপুর থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে ওই মহিলা। গত শনিবার ৬ এপ্রিল রাতে এই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই মহিলা।
এতে আসামি করা হয়েছে নুর আলমকে (৫৪)। তার বাড়ি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, তার স্বামী সংসার ছিল। স্বামীর ঘরে ছিল তিন টি সন্তান। অভিযোগের আসামি নুর আলম ছিল তার শ্বশুরবাড়ির সম্পর্কে ননদের স্বামী। নুর আলম আত্মীয় হিসেবে তার বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতেন। এই সুযোগে নুর আলম তাকে নানাভাবে কুপ্রস্তাব দিত। বিবাহের করার প্রস্তাবও দিত। নুর আলমের এমন প্রস্তাব সে সব সময় অস্বীকার করত। এরপরও নুর আলম তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করেছে। তার পূর্বের স্বামী থেকে বিচ্ছেদ করিয়েছে। নুর আলম বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। তিনি গত শুক্রবার (৫ এপ্রিল) সকালে নুর আলমের বাড়িতে গিয়ে বিবাহ করার অনুরোধ করলে নুর আলমের পরিবারের লোকজন তাকে মারপিট করে তার বাড়ি থেকে বের করে দেয়। একারনে বিচারের দাবিতে তিনি থানা পুলিশের কাছে আশ্রয় নিয়েছেন।
এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ রকম একটা অভিযোগ পেয়েছি অভিযোগের প্রেক্ষিতে তদন্তয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।