শেরপুরে ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো মিলন মেলা
- আপডেট সময় : ০৯:০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
রক্তের বন্ধনে বাঁধিব প্রাণ, সকলের তরে এ আহ্বান” এই প্রতিপাদ্য সামনে রেখে, বগুড়ার শেরপুর জেলা অডিটোরিয়ামে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৪ উদযাপন করা হয়। মানুষের রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় রক্ত দানকারী সংগঠন, ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশন, ২২ টি স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত করে এই মিলন মেলার আয়োজন করে হয় ।
এই প্রতিষ্ঠা বার্ষিকীতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর সার্কেল, জনাব সজীব শাহরীন,
বরেণ্য অতিথির প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌরসভার মেয়র, আলহাজ্ব জানে আলম খোকা।
বরেণ্য অতিথির হিসেবে আরও উপস্থিত,ছিলেন, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,আলহাজ্ব দবিবুর রহমান,
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক, ডাঃ মোঃ রেজাউল করিম,
পাবনা মেডিকেল কলেজের অধ্যাপক, ডাঃ আখতারুল আলম আজাদ।
বরেণ্য অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জনাব ডাঃ মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ পরিচালক, ইব্রাহিম আই কেয়ার সেন্টার, জনাব ড: মো: ইকবাল হোসাইন প্রভাষক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, শেরপুর থানা,
মো: ফিরোজ আহমেদ জুয়েল, সাবেক কাউন্সিলর, ৯নং ওয়ার্ড শেরপুর পৌরসভা, মো: আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, ১০নং শাহ্ বন্দেগী ইউনিয়ন পরিষদ, মোঃ শফিক খন্দকার, ইউ, পি সদস্য ৬নং ওয়ার্ড শাহ বন্দেগী ইউপি, মো: আরিফুল রহমান মিলন, সভাপতি, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মটর শ্রমিক ইউনিয়ন, মো: রাশেদুল ইসলাম রাসেল, অধ্যক্ষ, ধুনট সরকারি ডিগ্রি কলেজ, বগুড়া,মো: আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক, শেরপুর সরকারি কলেজ, মো: আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক, আলিয়া মাদ্রাসা, মোঃ এস, এ জাহিদ, পরিচালক, ইনট্যাক্ট এগ্রো এন্ড ফুড প্রোডাক্টস, মো: আব্দুস সামাদ, স্বত্ত্বাধিকারী, মেসার্স মরিয়ম ট্রেডার্স, মো: শাহিন আলম, ব্যাবস্থাপনা পরিচালক, ইসলামি হাসপাতাল,মো: আলমগীর হোসেন, ব্যাবস্থাপনা পরিচালক, শাহ সুলতান হাসপাতাল, মো: মোস্তাফিজার রহমান দিলু, সভাপতি, ক্লিনিক মালিক সমিতি, মো: এফ শহিদুল ইসলাম, ব্যবসায়ী, গোসাইবাড়ী বটতলা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাও মো: আ: হাই বারী, অধ্যক্ষ, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসা, মো: আ: কাদের মজনু, সহকারী মৌলভী, মামুরশাহী দাখিল মাদ্রাসা, মোঃ কাওছার মাহমুদ, সহকারী মৌলভী, রাজারদিঘি দাখিল মাদ্রাসা, মো: আবু হেনা মোস্তফা কামাল, সহকারী শিক্ষক, গাড়িদহ দাখিল মাদ্রাসা, মোঃ মনির হোসাইন, প্রোপ্রাইটর, মনির অটো,
মোঃ মেহেদী হাসান, প্রোপ্রাইটর, পাভেল অটো, মোঃ আঃ মুবিদ মানিক, পরিচালক, ভাই ভাই ইঞ্জিল, মো: আমিরুল ইসলাম, পরিচালক, এ্যাডভান্স ক্লিনিক, মোঃ হেলাল উদ্দিন, প্রোপ্রাইটর, ঝর্ণা স্টিল, মো: ফারুক হোসেন, প্রোপ্রাইটর, মারিয়া ট্রেডাস, মোঃ মুজাহিদ পারভেজ, পরিচালক, মলি অটো রাইচ মিল শেরুয়া বটতলা, মো: শাহাদত হোসেন, শেবপুর ফ্যামিলি ক্লিনিক, মো: ইমান আলী সিনিয়র অফিসার ইসলামি ব্যাংক, মো: মোহাম্মদ আব্দুল কাদের বাচ্চু, অফিসার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, খুন্দার শাখা, নন্দীগ্রাম।
এই দেশকে যেমন পেয়েছি তার,
চেয়েও সুন্দর রেখে যেতে চাই” এই স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশন পরিসমাপ্তি হয়।
এবং সন্ধ্যায় কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।