শেরপুরে দীর্ঘ সতের বছর পর জামায়াতের সমাবেশ সফল করতে মোটরসাইকেল শোভাযাত্রা
- আপডেট সময় : ১১:১৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
দীর্ঘ সতের বছর পর বগুড়ার শেরপুরে প্রকাশ্যে সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী।
আগামীকাল শনিবার (০৫ অক্টোবর) বেলা দুইটায় শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হতে ওই গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন। শেরপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ দবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম, বগুড়া জেলা (পূর্ব) জামায়াতের আমির অধ্যাপক নাজিমুদ্দিন। দীর্ঘ সতের বছর পর প্রকাশ্যে জামায়াতের এই সমাবেশকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এদিকে শনিবারের ওই সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে বিশাল একটি মোটরসাইকেল শোভাযাত্রা করেন দলটির নেতাকর্মীরা। শহরের হামছায়ায়াপুর এলাকা থেকে বের হওয়া ওই শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বক্তব্য জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ দবিবুর রহমান বলেন, দীর্ঘদিন পর প্রকাশ্যে হতে যাওয়া জামায়াতের সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে।
পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগদান করবেন। গণজমায়েতটি সমাবেশে রুপ নিতে। এতে প্রায় লাখো মানুষের সমগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।