শেরপুরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে চালকের সহকারী নিহত
- আপডেট সময় : ১১:৫৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৩৭৭ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন।
সোমবার (১৫ই এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
এর আগের দিন রবিবার রাত সাড়ে ৩টার দিকে শেরপুর পৌরশহরের উপজেলা পরিষদের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জীবন ইসলাম। তিনি ঢাকা-রংপুরগামী মৌমিতা বাসের চালকের সহকারী ছিলেন। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার চরচড়া গ্রামে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হাসিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন ঈদের ছুটি শেষে মৌমিতা বাসটি পোশাক কারখানার শ্রমিকদের নেওয়ার জন্য রংপুরে যাচ্ছিল। রাত সোয়া ৩টার দিকে বাসটি শেরপুর পৌরশহরের উপজেলা পরিষদের উত্তর পাশে একটি পেট্রল পাম্পের সামনে মহাসড়কের ডিভাইডারকে ধাক্কা দেয়।
এ সময় বাসের চালকের সহকারী মহাসড়কে ছিটকে পড়েন। এরপর ওই বাসের চাপায় পিষ্ট হয়েই ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
তিনি আরও বলেন সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।