শেরপুরের পৌর মেয়র খোকার সাময়িক বরখাস্তাদেশ স্থগিত করছেন হাইকোর্ট
- আপডেট সময় : ১০:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকার সাময়িক বরখাস্ত স্থগিত করে স্ব-পদে বহালের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সম্প্রতি সাময়িক বরখাস্তকৃত মেয়র জানে আলম খোকার হাইকোর্টে রিট আবেদনের ৫৮৬৮/২০২৪ শুনানি হয় গত ১৯ মে রবিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ আদালতে শুনানি হয়। এরপ্রেক্ষিতে ২০ মে সোমবার দুপুরে দ্বিতীয় দফা শুনানি শেষে মেয়র জানে আলম খোকার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে। মেয়রের পক্ষে আইনজীবি হিসেবে রিট আবেদন পরিচালনা করেন ব্যারিস্টার মো. মাহবুব উদ্দিন খোকন।
গত ১২ মে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র আলহাজ জানে আলম খোকাকে সাময়িক বরখাস্ত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন।
উল্লেখ্য, প্রকাশিত প্রজ্ঞাপনে নানা অনিময়ের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) (ঘ) এবং (২) অনুযায়ী তাকে মেয়র পদ হতে অপসারণের কার্যক্রম শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার ( পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১ (১) অনুযায়ী কোনো পৌরসভার মেয়রের বিরুদ্ধে অপসারণের কার্যক্রম শুরু করা হলে অথবা ফৌজদারি মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহিত হলে, সেক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেতুতে স্থানীয় সরকার ( পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১ (১) অনুযায়ী শেরপুর পৌরসভার মেয়র আলহাজ জানে আলম খোকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করেন।