শাজাহানপুর উপজেলা বিএনপি’র বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
আজ শুক্রবার (১ নভেম্বর) বিকেলে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি জনাব মোঃ এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বগুড়া ৪ আসনের সাবেক সাংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশারফ হোসেন সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সাংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি আলী আজগর তালুকদার হেনা।
এছাড়াও বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুভ, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি,
যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার , সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ সাংগঠনিক সম্পাদক আবু সাহিন সানি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মামুন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব হাসান আলী আকন্দ
উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান পুটু, সাধারন সম্পাদক আব্দুল মজিদ নয়ন সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাউথ সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মশিউর রহমান রকি, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সভাপতি মাসুদুর রহমান মাসুদ সহ মহিলা দল, কৃষকদল, তাঁতিদল,ছাত্রদল, ওয়ালামা দল , মৎস্যজীবী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।