শাজাহানপুরে চোপিনগর ইউনিয়নে আকস্মিক ভাবে এক জনের মৃত্যু!
- আপডেট সময় : ১১:৩৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
বগুড়া শাজাহানপুরে মাছ ধরতে গিয়ে আব্দুর রশিদ নামে এক জন মারা গেছেন।
শনিবার (২৪আগস্ট) অনুমানিক রাত ১২.৪৫ ঘটিকার সময় তার মৃত্যু হয়। তিনি বগুড়া শাজাহানপুর উপজেলায় চোপিনগর ইউনিয়নের ১ ওর্য়াডের( চক চোপিনগর) দক্ষিণ পাড়ার বাসিন্দা
মৃত লৎফর রহমান ওরফে (মোজামকারীর) ছেলে।
নিহত আব্দুর রশিদের ভাগিনা সুমন আহম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, রশিদ আগে থেকে মাছ ধরতে ভালোবাসে তাই প্রায়ই পারিবারিক কাজ সেরে মাছের উদ্দেশ্য বসতবাড়ি আশে পাশে রওনা হয়।২৩ ( আগস্ট শুক্রবার) রাত ৯ ঘটিকার সময়
একপর্যায়ে রাত গভীর পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির করেও সন্ধান পায় নাই
আজ ২৪ আগস্ট সকাল ৮.৩০ এ পাশের এক ডোবার ধারে মৃত্যু অবস্থায় স্হানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য নূর হোসেন (চেরু) জানান, এই মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।