লালমনিরহাটে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী মুয়াজ্জিন নিহত
- আপডেট সময় : ০৩:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
লালমনিরহাট জেলা সদরের বঙ্গবন্ধু এভিয়েশন এন্ড অ্যারো স্পেস ইউনিভার্সিটির প্রায় ২০০গজ দক্ষিণে জাহাঙ্গীর মার্কেটের মোড়ে বাইসাইকেল আরোহী নুরজামাল ইসলাম(৫৫) বাসের ধাক্কায় নিহত হয়।
বুধবার(২৬ জুন) সকাল ৯টায় সাইকেল নিয়ে লোকাল রাস্থা থেকে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে উঠছিলেন নুরজামাল মুয়াজ্জিন। এমন সময় ঢাকা আসা থেকে লালমনিরহাট গামী একটি বাস নুরজামালকে ধাক্কা দিলে তিনি সাইকেল সহ সিটকে পড়েন।
এ সময় দূর থেকে মাঠে কাজ করা মানুষ এই ঘটনা লক্ষ করে এবং লোকজন জড়ো হয় সেখানে কিন্তু তার আগেই নুরজামাল মুয়াজ্জিন মারা যান।পরে ঘটনাস্থলে লালমনিরহাট সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরিবারের নিকট হস্তান্তর করে।
লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান যে, খবর পাওয়া মাত্র আমরা এখানে চলে আসি এবং এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ:মজিদ মন্ডল জানান, নুরজামাল মুয়াজ্জিন খুব ভালো মানুষ ছিলেন আল্লাহ তাকে জান্নাত বাসী করুক। ঘটনা জানা মাত্র আমি এখানে ছুটে আসি এবং তার পরিবারের লোকজনকে শান্তনা দেই। এরকম মর্মান্তিক দুর্ঘটনা কাম্য নয় আমরা মুয়াজ্জিন এর পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিবো।