লালমনিরহাটে অটো চালকের অর্ধগলিত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াবাড়ি জুরাবান্ধা ব্রিজের নিচ থেকে মজিদুল হক (৩৬) নামে এক অটো চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুন) সকালে ব্রিজের নিচের পানি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মজিদুল হক আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউপির নায়েকগড়টারী গ্রামের ছালামের ছেলে।
পুলিশ জানায়, সকালের দিকে পঞ্চগ্রাম ইউনিয়নের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ব্রিজের নিচে পানিতে ভাসতে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের পকেটে থাকা ভোটার আইডি কার্ড পেয়ে তার পরিচয় জানা যায়, তিনি একজন অটোচালক ছিলেন। তার বাড়ি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের নায়েকগড়টারী গ্রামে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।