রানীশংকৈলে নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে সোমবার (১৪ অক্টোবর) সকালে মোছা. রেজিয়া (৬০) নামে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মোছা. রেজিয়া উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই-সাতঘরিয়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত রবিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে সোমবার সকালে বগুড়াপাড়ার পাশে কুলিক নদীতে ভাসমান লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে রেজিয়ার মৃতদেহ উদ্ধার করে।
রানীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতিসাপেক্ষে লাশ দাফন করা যাবে।