*রত্নগর্ভা রাবেয়া খাতুনের প্রয়াণ*
- আপডেট সময় : ০৯:৫২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৪৭৯ বার পড়া হয়েছে
একাত্তরের রণাঙ্গনের দুই বীর মুক্তিযোদ্ধার গর্ভধারিণী মা ও দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার সম্পাদক এস. এম. আমিনুল মোমিন এর দাদি রাবেয়া বেগম আর নেই। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলা হিরাজিউন। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে বগুড়ার শেরপুরের মদনপুর গ্রামের নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি।
মরহুমা রাবেয়া খাতুন- বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বাংলাদেশ গার্মেন্টস কমার্শিয়াল অফিসার সোসাইটির প্রধান উপদেষ্টা এবং কমার্শিয়াল পল্লির সভাপতি বেলাল হোসাইনসহ ৬ পুত্র ও ২ কন্যার জননী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। পুত্র-কণ্যা, নাতি-নাতীসহ অসখ্যগুনগ্রাহী রেখে গেছেন তিনি।
প্রয়াত রাবেয়া খাতুন দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার সম্পাদক, বগুড়া জার্নালিস্ট ফোরাম ঢাকা”র সাবেক অর্থ সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান-ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আমিনুল মোমিনের দাদি।
তার জানাজা নামাজ অনুষ্ঠিত হইবে নিজ বাসভবন বগুড়া শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুরে আজ বিকাল সাড়ে পাঁচটায়।
এদিকে মমতাময়ী খালার মৃত্যুতে শোক জানিয়েছেন স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন।
মরহুমার রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।