যমুনা রেল সেতুতে ৮০ কিলোমিটার বেগে চলল ট্রেন
- আপডেট সময় : ০৪:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
যমুনার নদীর বুকে নবনির্মিত যমুনা রেল সেতু উপর চূড়ান্ত ট্রায়াল চলছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল থেকে এই ট্রায়াল চালানো হয়। সেতুর পূর্ব পাড় থেকে ১ টি ও সেতুর পশ্চিম পাড় থেকে আরো একটি ট্রেন চালিয়ে বিভিন্ন পরিক্ষা করেন প্রকৌশলীরা। প্রথমে ঘন্টায় ৬০ কিলোমিটার গতিতে পরে ধাপে ধাপে ৮০, ৯০, ১০০, ১১০ ও সবশেষ ১২০ কিলোমিটার গতিতে সেতুর উপর দিয়ে ট্রেন চালানো হবে। ওই সময় সেতুতে কোন ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেটি পরীক্ষা-নিরীক্ষা করেন প্রকৌশলীরা। দেশের দীর্ঘতম রেল সেতু প্রকল্পের সাথে কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করেন প্রকল্প সংশ্লিষ্টরা।
যমুনা সেতুর ৩০০ মিটার উজানে দেশের দীর্ঘতম ৪.৮ কিলোমিটার এই রেল সেতুটি নির্মিত হয়েছে। মোট ৫০ টি পিলারের উপর ৪৯ টি স্প্যানে নির্মিত হয়েছে সেতুটি। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অধ্যয়নে যমুনা রেল সূচি প্রকল্পটি বাস্তবায়ন করছে জায়কা।