সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুর যুবককে কুপিয়ে হত্যা
স্টাফরিপোটার
- আপডেট সময় : ০৫:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুর জেরে বিল্লাল গাজী নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। বিল্লাল গাজী আকাশ নীলা ওয়েস্টার্ন হাউজিং এর কর্মচারী ছিলেন। তিনি চাদঁপুর জেলার গুলিশা গ্রামের মৃত রহিম গাজীর ছেলে।
রবিবার ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের বি ব্লকের ৪ নাম্বার রোডে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা আহত বিল্লালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে বিল্লালের লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে রয়েছে।
এবিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বলেন, বিষয়টি নিশ্চিত হয়েছি। সুরতহাল প্রতিবেদন হাতে পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।