মিরপুর মডেল থানায় সিমিত পরিসরে পুলিশের কার্যক্রম শুরু
- আপডেট সময় : ০৩:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর মডেল থানার কার্যক্রম সিমিত পরিসরে চালু করেছে।
৯ আগষ্ট শুত্রবার সন্ধ্যা থেকে থানার বিশেষ নিরাপত্তা দিচ্ছেন সেনাসদস্যরা।সার্বক্ষনিত নিয়েজিত আছে রাইফেল হাতে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। শেখ হাসিনা সরকারের পতনের দিন থেকেই নিরাপত্তাজনিত কারণে দেশের বেশিরভাগ থানার কার্যক্রম বন্ধ ছিল। অধিকাংশ থানাতেই অস্ত্র লুট হওয়ার পাশাপাশি থানা কমপ্লেক্্র গুলোকে আগুন দিয়ে পুিড়য়ে দেয় দুরবৃত্তরা।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারাদেশে ৬৩৯ থানার মধ্যে শুক্রবার পর্যন্ত ৩৬১টি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টির কার্যক্রম চালু হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা আপাতত সাধারণ ডায়েরির পাশাপাশি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। থানাগুলোর নিরাপত্তায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে মিরপুরের এলাকার বৈশম্যবিরোধী ছাত্র আন্দলনেতা বলেন- আমরা পুলিশের সহযোগিতা করতে থানা গুলোতে দায়িত্ব পালন কবর।পুলিশ তার নিয়মিত কাজ করবেন।
থানার সুত্রেজানাযায় ,সকলের সহযোগিতায় আমরা প্রাথমিক কাজ শুর করতে যাচ্ছি তবে থানার সকল অফিসার ও স্টাফরা এখনও যোগদান করেন নি। অনেকেই মৃত্যুবরণ করেছে।কেউ কেউ আহত অবস্থায় রয়েছে।