সংবাদ শিরোনাম ::
মাদক দ্রব্য গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছেন পুলিশ
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :
- আপডেট সময় : ০৫:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে ২৫০ গ্রাম গাঁজাসহ তৈয়ব হোসেন (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তৈয়ব হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের গোড়গ্রাম রাস্তায় ছোট ব্রিজের উপর এক মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি কালো পলিথিনের ভিতরে বিশেষ কায়দায় মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এরপর মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।