সংবাদ শিরোনাম ::
মধুপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৪:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মধুপুর পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের টেংরী কাঁঠালতলী মোড় এলাকায় একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেসময় মেয়াদোত্তীর্ণ ক্লেমন ও স্পা মিনারেল ওয়াটার বিক্রির অপরাধে টেংরী কাঠালতলী মোড় এলাকার আক্কাছ আলীর ছেলে রাজু নামে এক দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৩০০০ (তিন হাজার) টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল।