মধুপুরে ছরোয়ার আলম খান আবু’র নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে আগামী ৮ মে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার আলম খান আবু’র এক বিশাল নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়াত কলম প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাবেক মেয়র মাসুদ পারভেজ এর আয়োজনে মধুপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পুন্ডুরা সেওড়াতলা এলাকার এক বিশাল বড় মাঠে শনিবার ৪ মে রাতে এ নির্বাচনী কর্মী সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নির্বাচনে দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার সাবেক পৌর মেয়র ও দোয়াত কলম মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। বিকেল হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কর্মী সভায় যোগ দেয়ার জন্য নারী পুরুষ সহ দোয়াত কলম মার্কার সমর্থক গন উপস্থিত হতে থাকেন। সন্ধার মধ্যেই পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,মহিলা লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত নির্বাচনী কর্মীসভায় বক্তারা ছরোয়ার আলম খান আবুকে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী করার আহবান জানান।