মধুপুরের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী ছাত্র ছাত্রীদেরকে খাবার বিতরণ
- আপডেট সময় : ০৭:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
- টাঙ্গাইলের মধুপুরর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় চতুর্থ দিনের মতো ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে শুক্রবার ৯ আগস্ট দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় আনারস চত্ত্বরে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছাসেবী ছাত্র ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করেন মধুপর শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ মিঞ্জুর রহমান নান্নু তালুকদার।
যানজট নিরসনে ট্রাফিকের কাজ করে যাচ্ছেন মধুপুরের সাধারণ শিক্ষার্থীরা। রাষ্ট্র ও দেশ সংস্কারে এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। মধুপুরের ট্রাফিক নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে ভুয়সি প্রশংসা কুঁড়িয়েছেন তারা। অনেকেই তাদের এই কাজে সন্তুষ্ট হয়ে খাবার ও পানি হাতে তুলে দিচ্ছেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে নিরলস ভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের রোভার স্কাউট সহ আনসার সদস্যদের। দেশজুড়ে চলমান সংকটময় মুহূর্তে বাংলাদেশ পুলিশ সদস্যরা যখন কর্মবিরতিতে আছেন ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীদের এই ভূমিকা পালন করতে দেখে খুশি পথচারী ও সাধারণ মানুষ।
সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি রাস্তা পরিষ্কার করা এবং রাত জেগে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার এমনকাজে মুগ্ধ সর্বসাধারন। নতুন প্রজন্মের হাতেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা সাধারণ মানুষের।