সংবাদ শিরোনাম ::
ভাঙ্গুড়ার প্রবীণ সাংবাদিক আবু জাফর মঈন সিদ্দিকী আর নেই
খালিদ খাইরুল আনছারী ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবু জাফর মঈন সিদ্দিকী (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়ার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার বাদ আসর সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে তাঁর জানাজা শেষে পাবনার আরিফপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভাঙ্গুড়া প্রেসক্লাব সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকসহ বিভিন্ন সংগঠন আবু জাফর মঈন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।