সংবাদ শিরোনাম ::
ভাঙ্গুড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
- আপডেট সময় : ১০:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক আব্দুল হালিমের ওপর বর্বরোচিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ গেটের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের প্রভাষক মো. জাকির হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ মিয়া,আইসিটি বিভাগের প্রধান মো. মিজানুর রহমান,রসায়ন বিভাগের অধ্যাপক সরকার আহসানুল হাবিব, কলেজ ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ হোসেন ও সদস্য সচিব মিনহাজ উদ্দিন ডাবলু সরকার।